Others Message Details

image

জনাব মোঃ রমজান আলী আকন্দ (DEO)

নাটোর জেলা সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী ধরাইল আই এম উচ্চ বিদ্যালয় টি  ছায়া সুনিবিড় নিভৃত পল্লীর মনোরম পরিবেশে পরিচালিত আদর্শ বিদ্যাপিঠ । এই প্রতিষ্ঠানটি আমারস্বল্প কার্য কালে দুইবার পরিদর্শন করেছি। বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার মান, পরিবেশ, শৃংখলা, ফলাফল সবই আশাব্যাঞ্জক। ক্রীড়াও সাংস্কৃতিক অঙ্গনে বিদ্যালয়টির দৃপ্ত পদচারণা চিরচেনা। জনবান্ধব ডিজিটাল সরকার অত্র বিদ্যালয়টিতে" শেখ রাসেল ডিজিটাল ল্যাব "স্থাপন করেছে যা বিদ্যালয়টির তথ্য-প্রযুক্তিগত শিক্ষার অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রেখেছে। এছাড়া ধারাবাহিক তত্বাবধানে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি ডায়নামিক ওয়েবসাইট পরিচালনা করছে যা দেখে অনেক ভাল লাগল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এ যাত্রায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানাই, জানাই সাধুবাদ। বিদ্যালয়ের যুগোপযোগী এ মহতি উদ্যোগে জেলার অন্যান্য বিদ্যালয় অনুপ্রাণিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।